ঝিনাইদহে জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঝিনাইদহে বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ঝিনাইদহ শাখা অফিসে এই আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদিকা মোছা. তহুরা খাতুন, জিএম (উন্নয়ন) মো. দিদার হোসেন এবং শৈলকুপার শাখা ব্যবস্থাপক মো. কোরবান আলী।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলম।
সভার সভাপতিত্ব করেন ডিএমডি (উন্নয়ন) মো. ইব্রাহিম হোসেন টুলু। প্রায় অর্ধ-শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।