আস্থা লাইফ ও সেলেশিয়াল টেকের মধ্যে গ্রুপ বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মেরিটাইম এন্ড ইন্ডাস্ট্রীয়াল সলিউশন প্রোভাইডর প্রতিষ্ঠান সেলেশিয়াল টেকের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (১৯ জানুয়ারি) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং সেলেশিয়াল টেকের পক্ষে কমান্ডার এ কে এম সাঈয়েদুর রহমান, পিএসসি (অবসরপ্রাপ্ত), পরিচালক, এইচআর এন্ড এডমিন চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে সেলেশিয়াল টেকের সদস্যগণ আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন।