মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সন্ধানী লাইফের সম্মেলন
সংবাদ বিজ্ঞপ্তি: মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক ‘বেমালকো কনফারেন্স ২০২৫’ এর আয়োজন করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শনিবার (১৮ জানুয়ারি) এম. এইচ. শমরিতা হসপিটাল এন্ড মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-(বিএফআইইউ) এর পরিচালক মো. মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফের পরিচালক শাফাফ রহমান (সাদ)।
বিশেষ অতিথি ও প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক মো. ইমতিয়াজ হারুন ও যুগ্ম পরিচালক দিলীপ চন্দ্র দাস।
সভাপতিত্ব করেন সন্ধানী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। সভায় উপস্থিত ছিলেন সিএফও (চলতি দায়িত্ব) ও ক্যামেলকো মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিছ মিঞা তালুকদার।
এছাড়াও প্রধান কার্যালয়সহ সারাদেশ থেকে আগত উর্ধ্বতন প্রশাসনিক ও উন্নয়ন কর্মকর্তা এবং শাখা কার্যালয়ের অবলিখন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।