সংগঠন প্রধানদের নিয়ে জেনিথ লাইফের মতবিনিময় সভা
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফের ব্যবসা সফল সংগঠন প্রধানদের নিয়ে ব্যবসা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের আমানা ফুড ভিলে রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির শরীয়াহ কাউন্সিল সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
সভার সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন। সভায় সফল ৫ জন সংগঠন প্রধানকে প্রধান অতিথি অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।