গ্রাহক স্বার্থ রক্ষায় কাজ করার শপথ নিল যমুনা লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বাছাইকৃত ৩০০ জনের অধীক উন্নয়ন কর্মী নিয়ে (এফএ, ইউএম, বিএম) কক্সবাজারে হোটেল সী-ওয়ার্ল্ড এ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন, কোম্পানির পরিচালক সাবেদ-উর-রহমান, স্বতন্ত্র পরিচালক আনন্দ কুমার নাহা, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. বিশ্বজিৎ কুমার মন্ডল। সম্মেলনের প্রতিপাদ্য ছিল, গ্রাহক স্বার্থ রক্ষায় নিরবিচ্ছিন কাজ করবে যমুনা লাইফ।

সম্মেলনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কর্মীদের স্মার্ট সার্ভিস গ্রাহকগণ’কে প্রদানে কাজ করার আহবান জানান। গ্রাহক তাদের কষ্টের তিল তিল পরিমাণ সঞ্চিত অর্থ আমাদের কাছে আমানত রাখছেন। তিনি তাদের এই আমানত সঠিক সময়ে লাভসহ ফেরৎ দেয়ার অংগীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা সবাই একটি পরিবার যার নাম যমুনা পরিবার। সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সদা সর্বদাই আমাদের যমুনা পরিবারের গ্রাহকদের জন্য কাজ করবো। যমুনা পরিবারের নিবেদিত কর্মী হিসেবে আমরা আজ এই ওয়াদা করতে চাই যে, আমাদের গ্রাহকদের সেবা সর্বাগ্রে।

যারা এই কোম্পানির ভিত মজবুতের জন্য তিল তিল করে সঞ্চিত অর্থ আমাদের কাছে আমানত রাখছেন, তাদের এই আমানত যেন আমরা সঠিক সময়ে, সঠিকভাবে ফিরিয়ে দিতে পারি, সে লক্ষ্যে সকলকে কাজ করতে আহবান জানান।