ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার কুষ্টিয়া জোনের উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের কুষ্টিয়া জোন অপারেশন সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২১ মে) শহরের জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
সভায় কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমা ডিভিশনের প্রধান আনোয়ারুল হক, সহকারী এমডি ও সিএফও মিলটন বেপারী এবং একচুয়্যারিয়াল ও রি-ইন্স্যুরেন্স বিভাগের প্রধান এসইভিপি আফরীন হক (এআইএএ)।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জোন অপারেশন সেন্টারের উন্নয়ন ব্যবস্থাপক মো. এমদাদুল হক এবং অপারেশন্স ম্যানেজার অতিন কুমার সাহা। ফিন্যান্সিয়াল এসোসিয়েট এবং ইউনিট ম্যানেজারদের সমন্বয়ে আয়োজিত সভায় কর্মীগণ তাদের ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি তুলে ধরা সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
স্বপ্ন বাচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণ বীমা কে সংগে করে এই স্লোগানকে সামনে রেখে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক ক্ষুদ্র বীমার কার্যক্রম’কে আরও প্রসারিত করে সামনে এগিয়ে নিতে কর্মীদের নিবিড়ভাবে কাজ করার জন্য আহবান জানান।