চট্টগ্রাম ও নোয়াখালীতে পপুলার লাইফের প্রায় ৫ কোটি টাকা দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম ও নোয়াখালীর ১ হাজার ৭৫০ বীমা গ্রাহকের ৪ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৮৮৮ টাকা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী উপস্থিত থেকে এসব চেক হস্তান্তর করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রামে কোম্পানির নিজস্ব কার্যালয়ে চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত গ্রাহক সমাবেশে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন প্রকল্প পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এতে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ফরিদ উদ্দিন নিজামী।
নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গ্রাহক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন প্রকল্প পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, প্রকল্প ইনচার্জ মো. সুমন আকন ও শামসুজ্জামান সেলিম এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এতে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ফরিদ উদ্দিন নিজামী।