জেনিথ লাইফের সাথে বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর গ্রুপ বীমা চুক্তি

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে গ্রুপ বীমা চুক্তি করেছে বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আজ মঙ্গলবার বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেনিথ ইসলামী লাইফের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এবং বেসিক পাওয়ার ইঞ্জনিয়ারিং এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান মুন্সি।

এ সময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফৈল মুখ্য নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান, মহাব্যবস্থাপক (অবলিখন ও কাস্টমার সার্ভিস) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন ও সংস্থাপন) আবদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মো. আনোয়ার হোসেন সরকার, ম্যানেজার (অভ্যন্তরীণ নিরীক্ষা) মো. আবদুর রহমান এবং বেসিক পাওয়ার ইঞ্জনিয়ারিং লিমিটেডের মহাব্যবস্থাপক এম কেরামত আলী খান, সহকারী মহাব্যবস্থাপক মো. আকবর হোসেন প্রমুখ।