আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামে জেনিথ লাইফের আলোচনা সভা
ডেস্ক রিপোর্ট: ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ বুধবার সকালে কোম্পানির চট্টগ্রাম বিভাগীয় অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির এসইভিপি একেএম মিজান উদ্দিন ও চট্টগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শওকত হায়দার চৌধুরী।
কোম্পানির ইভিপি নাঈমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার মিলন মিঞা, রাইজিং গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ আবদুর রহমান, ব্যবসায়ী মুহা. রিয়াজুল করিম, জেইভিপি মো. মুছা আনছারী, এসভিপি মো. ফোরকান আজাদ প্রমুখ।