এবার ব্যাংকের মালিক হতে যাচ্ছে এলআইসি
ইন্টারন্যাশনাল ডেস্ক: এবার ব্যাংকের মালিক হতে যাচ্ছে ভারতের বৃহৎ বীমা প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব ইন্ডিয়া। নতুন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ ও আর্থিক সুযোগ সুবিধা দিতে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আইডিবিআই ব্যাংকের মালিক হবে এ লাইফ বীমা প্রতিষ্ঠান।
এরইমধ্যে এলআইসি'র এ প্রস্তাবনায় সমর্থন করেছে সরকার। গত সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটা কোন বিনিয়োগ নয় বরং গ্রহণ। অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানাধীন আইডিবিআই ব্যাংককে কিনে নিচ্ছে এলআইসি। ইকনোমিক টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন তার নিজস্ব ব্যাংক স্থাপনের অথবা একটি সরকারি খাতের ঋণদাতা প্রতিষ্ঠান অর্জনের জন্য আগ্রহী। তবে, আইডিবিআই ব্যাংকের এই কৌশলগত বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রকৃত সম্পদ মূল্য অনুধাবন করার সুযোগ নেই।
খুব শিগগিরই বিষয়টি নিয়ে এলআইসি'র বোর্ড এবং আইডিবিআই ব্যাংকের বোর্ড বৈঠকে বসবে বলেও জানিয়েছে সরকার। এরইমধ্যে এলআইসি'র বোর্ড প্রয়োজনীয় অনুমোদনের জন্য ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া'র কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ভারতের বৃহৎ বীমা প্রতিষ্ঠান এলআইসি'র বোর্ডে আইডিবিআই ব্যাংকের একটি নিয়ন্ত্রক অংশ গ্রহণের প্রস্তাব অনুমোদন করায় বীমা বিশ্লেষক ও বাজার পর্যবেক্ষণকারীরা বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা, এলআইসি'র হাতে আইডিবিআই ব্যাংকের নিয়ন্ত্রণকে নেতিবাচকভাবে দেখছেন।
এলআইসি-আইডিবিআই ব্যাংক আরও শাখা এবং ভালো ভৌগলিক কভারেজের সাথে নেটওয়ার্ক সম্প্রসারণ করবে এবং নিয়মিত ব্যাংকিং করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন এ ব্যাংকের সদর দফতর মুম্বাইয়ে। শুধুমাত্র নতুন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ ও আর্থিক সুযোগ সুবিধা দিতে ১৯৬৪ সালে ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়।