ভূমিধ্বস-বন্যায় নেপালে ১২.৮৭ বিলিয়ন রুপি বীমা দাবি উত্থাপন
ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালে গেলো বছরের সেপ্টেম্বরে অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভায়বহ বন্যা ও ভূমিধ্বসের কারণে ১২.৮৭ বিলিয়ন নেপালি রুপি মূল্যের বীমা দাবি উত্থাপন করা হয়েছে।
উত্থাপিত মোট ৩,৬৮৬টি বীমা দাবির মধ্যে পরিশোধ করা হয়েছে ১,৮০৯টি, যার আর্থিক মূল্য ১.৭৯ বিলিয়ন নেপালি রুপি। স্থানীয় সংবাদপত্র রিপাবলিকা’র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নেপাল বীমা কর্তৃপক্ষ (এনআইএ)’র তথ্য অনুসারে, সম্পত্তি বীমার অধীনে দাবিদাররা ১,৭৭৪টি দাবি দায়ের করেছেন, যার পরিমাণ ৯.২২ বিলিয়ন টাকা। আর প্রকৌশল ও ঠিকাদার বীমার আওতায় দাবি করা হয়েছে ৩২৪টি, যার পরিমাণ ২.৮৪ বিলিয়ন নেপালি রুপি।
মোটর বীমার আওতায় ৯৫৪টি দাবি উত্থাপন করা হয়েছে, যার মোট দাবির পরিমাণ ৪১৫.৩৪ মিলিয়ন নেপালি রুপি। নৌ বীমার ক্ষেত্রে গ্রাহকরা ২৩টি বীমা দাবি দাখিল করেছে, যার মোট দাবির পরিমাণ ৪৪.৯৭ মিলিয়ন রুপি।
লাইভস্টক বা পশুপালন বীমার আওতায় ৬০টি দাবি উত্থাপন করা হয়েছে, যার মোট দাবির পরিমাণ ৩৮.৩ মিলিয়ন রুপি। ফসল বীমার ক্ষেত্রে ১৩৭টি দাবি দাখিল করা হয়েছে, যার মোট দাবির পরিমাণ ১০.৫৯ মিলিয়ন রুপি।
এ ছাড়াও বিবিধ বীমার ক্ষেত্রে, ২১টি দাবি দাখিল করা হয়েছে, যার মোট দাবির পরিমাণ ৭.৬ মিলিয়ন রুপি।
এনআইএ জানিয়েছে, কোশি প্রদেশে উত্থাপিত ২৬৭টি বীমা দাবির মধ্যে ১৫৮টির জন্য অর্থ প্রদান করা হয়েছে। মাধেশ প্রদেশে ১০৮টি বীমা দাবি ছিল, যার মধ্যে ৩৭টি দাবি নিষ্পত্তি করা হয়েছে।
আর বন্যা ও বৃষ্টিপাত-বিধ্বস্ত বাগমতি প্রদেশে গ্রাহকদের মোট ৩,২১৩টি বীমা দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে ১,৫৮৫টির জন্য অর্থ প্রদান করা হয়েছে।
এ ছাড়াও গণ্ডকী প্রদেশে ৪৭টি দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে মাত্র ১৫টির অর্থ প্রদান করা হয়েছে। কর্ণালী প্রদেশে উত্থাপিত ৮টি দাবির মধ্যে চারটির জন্য অর্থ প্রদান করা হয়েছে।
একইভাবে, সুদুরপশ্চিম প্রদেশে, বীমা গ্রাহকরা ৬টি দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে ৩টি বীমা দাবির জন্য অর্থ প্রদান করা হয়েছে।