এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল

দুর্যোগে ক্ষতি বছরে ১৬০ বিলিয়ন মার্কিন ডলার, বীমার আওতায় ৮%

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া বিপর্যয়ে প্রতি বছর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৬০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অথচ এই বিপুল পরিমাণ ঝুঁকির বিপরীতে বীমা গ্রহণ করা হয়েছে মাত্র ৮ শতাংশ বা ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ।

জাতিসংঘের ইকনোমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড প্যাসিফিক (ইএসসিএপি) সম্প্রতি এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি প্রবণ বলে উল্লেখ করে আগামী ২০৩০ সাল পর্যন্ত এই ক্ষতির পূর্বাভাষ দেয়া হয়েছে।

জাতিসংঘ প্রতিবেদন বলছে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রসমূহের মধ্যে মাত্র ১৫টি রাষ্ট্র প্যাসিফিক ক্যাটাস্ট্রোফ রিস্ক ইন্স্যুরেন্স কোম্পানি (পিসিআরআইসি)'র সাথে যোগ দিয়েছে। আবার এরইমধ্যে একটি দেশ পরীক্ষার ধাপে বেরিয়ে এসেছে। ইউএন নিউজ এর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

ক্রমবর্ধমান এই জটিল সমস্যার সমাধান তৈরি করার এখনই সময় বলে জানিয়েছেন ইএসসিএপি'র এক্সিকিউটিভ সেক্রেটারি শামশাদ আখতার। তিনি নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে অর্থায়ন বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

ঝুঁকির তুলনায় খুব অল্প পরিমাণে বীমা কাভারেজ গ্রহণ করায় বিগত ৫০ বছরে এই অঞ্চলে ১.৩ ট্রিলিয়ন আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘ। তবে যেসব সম্পদ বীমার আওতায় ছিল তার ক্ষতিপূরণ বীমা কোম্পানিগুলো যথাযথভাবে পরিশোধ করেছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোকে বীমা কাভারেজ গ্রহণে আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের ইএসসিএপি।