বিনামূল্যে শস্য বীমা সুবিধা দিচ্ছে শ্রীলঙ্কা
ইন্টারন্যাশনাল ডেস্ক: কৃষকের জন্য এবার সম্পূর্ণ বিনামূল্যে বীমা সুবিধা দিতে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার। আসন্ন ইয়ালা মৌসুমে পেঁয়াজ, আলু, মাইজ, সয়াবিন ও মরিচসহ ৬ ধরণের ফসলের জন্য এ বীমা সুবিধা দেয়া হবে। প্রয়োজনীয় তহবিল গঠনে এরইমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ৫.২২৮ বিলিয়ন রুপি অর্থ দিয়েছে সরকার।
দেশটির এগ্রিকালচার এন্ড আগ্রারিয়ান ইন্স্যুরেন্স বোর্ড পরিচালিত এই প্রকেল্পর আওতায় ফসলের ক্ষতির জন্য প্রতি একর জমির ক্ষেত্রে ৪০ হাজার রুপি অথবা হেক্টর প্রতি ১ লাখ রুপি বীমা সুবিধা দেয়া হবে। শ্রীলঙ্কার ইন্টারনেট নিউজ পেপার কলম্বো পেজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, দেশটির কৃষিমন্ত্রী মাহিন্দা ওমরাউইরা এরইমধ্যে এগ্রিকালচার এন্ড আগ্রারিয়ান ইন্স্যুরেন্স বোর্ড'কে তালিকাভুক্ত ৬টি শস্য চাষের জন্য প্রত্যেক কৃষককে বিনামূল্যে বীমা কাভারেজ দেয়ার জন্য প্রয়োজনীয় সকল ধরণের পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার পৃষ্ঠপোষকতায় সম্প্রতি কৃষকদের হাতে বিনামূল্যে বীমা সুবিধার কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। চলতি বছরে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে শ্রীলঙ্কার সরকার ১৪৫.৫৭ মিলিয়ন রুপি ক্ষতিপূরণ দিয়েছে সেদেশের কৃষকদের।
এদিকে কোন রকম শস্য নষ্ট হওয়ার ভয় না করে তালিকাভূক্ত ৬টি শস্য চাষে কৃষকদের উৎসাহিত করছে কৃষি মন্ত্রণালয়। এ ছাড়াও ফসল তোলার পর বিক্রি না হওয়া বা নষ্ট হওয়া থেকে কৃষকদের সুরক্ষা দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও নিশ্চয়তা দিচ্ছে কৃষি মন্ত্রণালয়।