তাকাফুল বীমার নতুন বিধি প্রণয়ন করছে কেনিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাকাফুল বীমার জন্য নতুন বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে কেনিয়া। এরইমধ্যে নতুন বিধিমালার একটি খসড়া প্রস্তুত করেছে দেশটির বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি (আইআরএ) । চলতি বছরের শেষ নাগাদ এটি কার্যকর করা হতে পারে।  

তাকাফুল বীমার নতুন এই বিধিমালার মাধ্যমে দেশটিতে ইসলামী ইন্স্যুরেন্স পরিচালনা করা হবে। এ খাতে নতুন বীমা কোম্পানি খোলার অনুমোদন ও সেগুলো তত্ত্বাবধান করা হবে। এ ছাড়াও নতুন এই বিধিমালা প্রণয়নের মাধ্যমে তাকাফুল বীমাখাতে বিদেশি বিনিয়োগে উৎসাহিত করা হবে।

বীমাখাতের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বরাত দিয়ে কেনিয়া ব্রডকাস্টিং করপোরেশন এক প্রতিবেদনে জানিয়েছে, তাকাফুল বীমার জন্য নতুন বিধিমালার খসড়া এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা ট্রেজারির অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

কেনিয়ায় বর্তমানে ১টি বীমা কোম্পানি শরীয়াহ ভিত্তিতে বীমা ব্যবসা পরিচালনা করছে। সেটি হলো- তাকাফুল ইন্স্যুরেন্স অব আফ্রিকা। বীমা কোম্পানিটি ২০১০ সালে আইআরএ থেকে অনুমোদন নিয়ে কেনিয়ার বাজারে ব্যবসা শুরু করে। তবে দেশটিতে ৪৫টি বীমা কোম্পানি প্রচলিত বীমা ব্যবসা করছে।

আইআরএ জানিয়েছে, বর্তমানে ৪টি স্থানীয় বীমা কোম্পানি তাকাফুল বীমা ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্সের আবেদন করেছে। এরমধ্যে ১ বীমা কোম্পানি সম্পূর্ণভাবে তাকাফুল বীমা ব্যবসা করবে এবং বাকী ৩টি তাকাফুল বীমার শাখা খুলে ব্যবসা করতে চায়।তবে কোম্পানিগুলোর নাম প্রকাশ করেনি আইআরএ।

দেশটিতে তাকাফুল বীমা খাতের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা আইআরএ'র ম্যানেজার ম্যাকালাই মুসী সম্প্রতি নাইরোবিতে অনুষ্ঠিত তাকাফুল সম্মেলনে জানিয়েছেন, প্রস্তাবিত নতুন বিধিমালা তৈরিতে বিলম্ব হওয়ায় তাকাফুল বীমা কোম্পানির লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে।

বর্তমানে কেনিয়ার বীমাখাতে তাকাফুল বীমার বিশাল বাজার রয়েছে। চলতি বছর দেশটিতে ২ বিলিয়ন কেনিয়া সিলিং তথা ২০ মিলিয়ন মার্কিন ডলারের তাকাফুল বীমা ব্যবসা হয়েছে এবং প্রতি বছরই খাতটিতে ২০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে।