ফিলিপাইনে বীমার মাধ্যমে দুর্যোগ সহায়তা বাড়াচ্ছে এডিবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমাখাতের মাধ্যমে ফিলিপাইনে দুর্যোগ সহায়তা বাড়াতে যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) । ম্যানিলায় এডিবি’র সদর দফতরে অনুষ্ঠিত ভালনারেবল ২০ বা ভি২০’র কর্মশালায় এডিবি বিষয়টি জানিয়েছে। গত ৮-১০ মার্চ এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনসাল্টেশন অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফিনান্সিং শিরোনামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ফিলিপাইনে এডিবি’র কান্ট্রি ডাইরেক্টর রিচার্ড বোল্ট জানিয়েছেন, ভি২০’র অন্তর্ভুক্ত ৩টি দেশে দুর্যোগ ঝুঁকি অর্থায়নের জন্য উপযোগী পরিবেশ জোরদারের সুযোগ ও কাজের পদ্ধতি চিহ্নিত করতে একটি কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়ন করছে এডিবি। এ লক্ষ্যে ফিলিপাইনের একটি নগর সরকার বীমা তহিবলের উন্নয়নের ওপর এডিবি একটি কারিগরি সহায়তা প্রকল্প শুরু করছে মাত্র।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, দাবানল, বৃষ্টিপাত, বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর মধ্যে একটি ফিলিপাইন। দেশটিতে বর্তমানে দুর্যোগ, জলবায়ু ও বিপর্যয়ের ঝুঁকি স্থানান্তর এবং অর্থায়নের জন্য দুর্যোগ বীমার মাধ্যমে সহায়তা প্রদানের বিষয়টি গবেষণা করছে এডিবি।

এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার উদিয়মান অর্থনীতির জন্যও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তার জলবায়ূ ও দুর্যোগ অর্থায়ন বাড়াতে কার্যসাধণ পদ্ধতি খোঁজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ফিলিপাইনে এডিবি’র কান্ট্রি ডাইরেক্টর রিচার্ড বোল্ট।

২০১৫ সালের অক্টোবরে ফিলিপাইনের নেতৃত্বে ভালনারেবল ২০ বা ভি২০ প্রতিষ্ঠিত হয়। এরপর হতে এডিবি’র ১৮টি উন্নয়নশীল সদস্য দেশসহ আফ্রিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৪৩টি উন্নয়নশীল অর্থনীতির দেশ এর সদস্য হয়েছে।

ভি২০’র উদ্দেশ্য হচ্ছে শিল্প-বাণিজ্য সংক্রান্ত ও আর্থিক সহযোগিতা জোরদার ও উন্নয়ন। এছাড়া জলবায়ূ পরিবর্তন ঝুঁকি মোকাবেলা এবং কম কার্বন নির্গমন ও স্থিতিশীল বিশ্ব অর্থনীতি গড়তে সুবিধা প্রদান করা ভালনারেবল ২০’র উদ্দেশ্য। (সূত্র: এমটি, আইএএন)