প্রাকৃতিক দুর্যোগে লোকসান কমেছে বীমাখাতে

ইন্টারন্যাশনাল ডেস্ক: ঘুর্ণিঝড়, ভূমিকম্প, তীব্র আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় লোকসান কমেছে বীমাখাতে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বজুড়ে প্রাকৃতি দুর্যোগে আর্থিক ক্ষতি হয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে ১৭ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে বীমাখাতে।

এরআগে ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বজুড়ে প্রাকৃতি দুর্যোগে আর্থিক লোকসান হয় ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে বীমাখাতের লোকসান হয় ২৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান ভিত্তিক পুনর্বীমা প্রতিষ্ঠান মিউনিক রি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ৩০ বছরের মধ্যে বীমাখাতে এবারই সবচেয়ে কম লোকসান হয়েছে। এর আগের বছরগুলোতে বীমাখাতে একই সময়ে গড়ে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার লোকসান হয়েছে। এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে সার্বিকভাবে আর্থিক লোকসান দাঁড়িয়েছে গড়ে ৬৮.৩ বিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে লন্ডন ভিত্তিক বীমা প্রতিষ্ঠান অয়ন'র দুর্যোগ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে ৪৫ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক লোকসান হয়েছে। আর বীমাখাতের লোকসান হয়েছে ২১ বিলিয়ন মার্কিন ডলার। এ পরিমাণ লোকসানকে বিগত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম বলে উল্লেখ করেছে অয়ন।