৬০ দিনে দাবি পরিশোধ না হলে সুদ দেয়ার নির্দেশ
ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (পিএমএফবিওয়াই) নামে পরিচালিত শস্য বীমার দাবি নিষ্পত্তিতে নতুন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। দাবি উত্থাপনের দু'মাস তথা ৬০ দিনের মধ্যে দাবি পরিশোধ করতে হবে বীমা কোম্পানিগুলোকে। এর চেয়ে বেশি সময় লাগলে ভুক্তভোগী কৃষককে সুদ দিতে হবে বীমা কোম্পানিকে।
এমনকি শস্য বীমার এ প্রকল্পে রাজ্য সরকারের অংশ পরিশোধে বিলম্ব হলেও সুদসহ তা পরিশোধ করতে হবে। সরকার পরিচালিত এ শস্য বীমা প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি পরিশোধে বিলম্ব হওয়ায় নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে দেয়া কৃষি মন্ত্রী রাধা মোহনের বক্তব্যের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
কৃষি মন্ত্রী রাধা মোহন বলেছেন, শস্য বীমার দাবি পরিশোধে বিলম্ব হওয়ায় কৃষকের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। এ প্রেক্ষিতে আমরা শস্য বীমায় নতুন এ দু'টি সংস্কার আনতে যাচ্ছি। পার্লামেন্টকে তিনি আরো জানান, শস্য বীমার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এরইমধ্যে বীমা দাবির মেয়াদ ১ বছর থেকে কমিয়ে ৬ মাস করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০১৬ সালের খরিফ মৌসুমে বীমা দাবির পরিমাণ দাঁড়ায় ১০৫ বিলিয়ন রুপি তথা ১.৫৪ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৬-১৭ রবি মৌসুমে এ দাবির পরিমাণ ছিল ৫৯.৯ বিলিয়ন রুপি। এরমধ্যে খরিফ মৌসুমে ১০২.৮ বিলিয়ন রুপি এবং রবি মৌসুমে ৫০.৫ বিলিয়ন রুপি বীমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।