অধূমপায়ী গ্রাহকদের প্রিমিয়াম ছাড় দিচ্ছে দক্ষিণ কোরিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক: অধূমপায়ী ও স্বাভাবিক ব্লাড প্রেসারের গ্রাহকদের জন্য বীমা পলিসির প্রিমিয়াম ছাড় দিচ্ছে দক্ষিণ কোরিয়া। সুস্বাস্থ্যের অধিকারী নাগরিকদের বীমার আওতায় আনার প্রচেষ্টার অংশ হিসেবে সরকার এই ছাড়ের ব্যবস্থা করেছে।
ফিনান্সিয়াল সুপারভাইজরি সার্ভিস (এফএসএস) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রায় ১ শতাংশ বীমা গ্রাহক রয়েছে যারা সুস্বাস্থ্যের অধিকারিদের জন্য প্রযোজ্য এই ছাড়ের সুবিধা গ্রহণ করতে পারছে। এই সুবিধা আরো বর্ধিত করতে চাচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার।
দেশটিতে সুস্বাস্থ্যের অধিকার পুরুষদের ক্ষেত্রে ৪ থেকে ৫ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে ১ থেকে ২ শতাংশ পর্যন্ত সস্তা হতে পারে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা পলিসি। অন্যদিকে আজীবন বীমা পলিসির ক্ষেত্রে ১৪.৭ শতাংশ পর্যন্ত সস্তা হতে পারে এই স্বাস্থ্য বীমা পলিসি।
বিশেষজ্ঞদের মতে, আরো অনেক মানুষ এই সুবিধা পাওয়ার যোগ্য, কিন্তু বর্তমানে মাত্র ১.৬ শতাংশ এই সুবিধা গ্রহণ করছে। যাইহোক, ছাড়ের জন্য যোগ্যতা অর্জন করতে যে অতিরিক্ত মেডিকেল চেক-আপ করা হচ্ছে তা গ্রাহকদের জন্য বিরক্তিকর হতে পারে। কিছু সমালোচক বলছেন যে, বীমা কোম্পানিগুলো সাধারণত সুস্থ গ্রাহকদের জন্য যথেষ্ট ছাড় দিচ্ছে না।
এদিকে আবেদন ও মেডিকেল চেক-আপ প্রক্রিয়া সহজ করতে কিছুটা পরিবর্তনের পরিকল্পনা করেছে ফিনান্সিয়াল সুপারভাইজরি সার্ভিস। পাশাপাশি সুস্থ ব্যক্তিদের জন্য এই ছাড়ের বিষয় নতুন গ্রাহকদের জানানো বীমা কোম্পানির জন্য বাধ্যতামূলক করবে এফএসএস।
এছাড়া পলিসি গ্রাহকরা যাতে তাদের মোবাইল ডিভাইস বা ইন্টারনেটের মাধ্যমে সহজে বীমা দাবি উত্থাপন করতে পারে সেটা নিশ্চিতের চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা। বীমা শিল্পের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ৬টি বীমা কোম্পানির প্রায় ৪৫ শতাংশ দাবি উত্থাপন করা হয়েছে অফিসে উপস্থিত হয়ে। (সূত্র: আইবি)