বীমা কভারেজের তথ্য সংগ্রহে ভারতে জাতীয় আদমশুমারি

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রথমবারের মতো বীমা কভারেজ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে জাতীয় আদমশুমারি করতে যাচ্ছে ভারত। ২০২১ সালে অনুষ্ঠিতব্য এই আদমশুমারির জন্য প্রশ্নমালা চূড়ান্ত করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

এরআগে ২০১১ সালে অনুষ্ঠিত জাতীয় আদমশুমারিতে ব্যাংক একাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। ভারতে প্রতি দশ বছর পরপর জাতীয় এই আদমশুমারি অনুষ্ঠিত হয়। স্বাধীন ভারতে ১৯৫১ সাল থেকে ৭ বার আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রিয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের পরামর্শ অনুসারে বর্তমানে ২০২১ সালের আদমশুমারির জন্য প্রশ্নমালা চূড়ান্ত করা হচ্ছে। সারাদেশে বাড়ির তালিকা প্রস্তুত করতে প্রশ্নমালার ডিজাইন করা হচ্ছে।

২০১১ সালের আদমশুমারিতে বাড়ি গণনার সঙ্গে পরিবারের কতজন সদস্য ব্যাংক হিসাবধারী রয়েছেন তার তথ্যও সংগ্রহ করা হয়। এবারের শুমারিতে গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য, পরিবারের কতজন সদস্য বীমার আওতায় তা সংগ্রহ করবে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিপুল তথ্যের ভাণ্ডার গড়তে প্রশ্নমালার পরিধি বাড়িয়ে এর ডিজাইন করা হচ্ছে। এতে করে সরকারের বিভিন্ন প্রকল্পের মান বাড়াতে এসব তথ্য ব্যবহার করা যাবে। শুমারি পরিচালনার ৩ বছরের মধ্যে বিস্তারিত তথ্য প্রকাশের চেষ্টা করা হবে।