ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্যবসা প্রতিষ্ঠানের পর এবার ব্যক্তিগত সাইবার ঝুঁকির বীমা কভারেজ চালু করছে ভারত। প্রতারণামূলক লেনদেন, পরিচয় চুরি, সুনামের ঝুঁকি এবং অনলাইন চাঁদাবাজির ক্ষেত্রে বীমা কভারেজ দেবে দেশটির নন-লাইফ বীমা কোম্পানি। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।