ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্যবসা প্রতিষ্ঠানের পর এবার ব্যক্তিগত সাইবার ঝুঁকির বীমা কভারেজ চালু করছে ভারত। প্রতারণামূলক লেনদেন, পরিচয় চুরি, সুনামের ঝুঁকি এবং অনলাইন চাঁদাবাজির ক্ষেত্রে বীমা কভারেজ দেবে দেশটির নন-লাইফ বীমা কোম্পানি। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এইচডিএফসি আরগো জেনারেল ইন্স্যুরেন্স প্রথমবারের মতো ই@সিকিউর নামে ব্যক্তি পর্যায়ের এই সাইবার বীমা পলিসি চালু করছে। এরআগে বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাইবার বীমা চালু করে। আর আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্সে সাইবার পলিসি চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।
এইচডিএফসি আরগো জেনারেল ইন্স্যুরেন্সের এমডি এন্ড সিইও রিতেশ কুমার জানিয়েছেন, এই সাইবার বীমার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি শিশুসহ পুরো পরিবারকে বীমা কভারেজ দেবে। প্রতারণামূলক লেনদেনের ক্ষতিপূরণ দেয়াসহ অনলাইনে যেকোন দুঃখজনক এবং অবিস্মরণীয় অভিজ্ঞতার ক্ষেত্রে আইনি ব্যয় বহন ও কাউন্সেলিং করবে।
আর্থিক প্রতারণায় যেক্ষেত্রে ব্যাংক ক্ষতিপূরণ প্রদান করতে অস্বীকার করে সেক্ষেত্রেও ক্ষতিপূরণ দেবে এ বীমা। যেমন বীমাকৃত ব্যক্তি যদি তার অজান্তেই পাসওয়ার্ড অন্য কারো সঙ্গে শেয়ার করেন তার ক্ষতিপূরণও দেবে এ পলিসি। এক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তা বীমা কোম্পানির কাছে দাখিল করতে হবে।
ই@সিকিউর বীমা পলিসির প্রিমিয়াম হার নির্ধারণ করা হয়েছে- ৫০ হাজার রুপি বীমা অংকের জন্য ১ হাজার ৩৪০ রুপি এবং ৫ লাখ রুপি বীমা অংকের জন্য ৩ হাজার ৩৪৮ রুপি। তবে ম্যালওয়ার নিরাপত্তার জন্য আলাদাভাবে প্রিমিয়াম দিতে হবে। এই বীমা পলিসিতে সর্বোচ্চ ৫ কোটি রুপি পর্যন্ত ঝুঁকি গ্রহণ করবে বীমা কোম্পানি।