সাইবার বীমা গ্রহণের আহবান ইন্ডিয়ান ব্যাংক এসোসিয়েশনের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্রমাগত সাইবার হামলায় বিপর্যস্ত ভারতের ব্যাংকিং খাত এবার সাইবার বীমার দিকে ঝুঁকছে। সাইবার হামলার ক্ষতি কাটিয়ে উঠতে বীমা কাভারেজ গ্রহণের আহবান জানিয়েছেন ইন্ডিয়ান ব্যাংক এসোসিয়েশন (আইবিএ) । সম্প্রতি এ আহবান জানিয়েছে দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনাকারীদের এ সংগঠন।

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহৎ অনেক ব্যাংকের কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে। তবে ছোট অনেক ব্যাংকের শুধুমাত্র ব্যাংকার্স ব্লাংকেট বন্ড রয়েছে। এ ধরণের বীমা পলিসি ক্যাশ ইন ট্রানজিট, ব্যাংক ডাকাতি, প্রতারণা ও জালিয়াতির মতো ঝুকির কভারেজ দেয়। তবে সাইবার বীমার ঝুঁকি বহন করে না।

জেএলটি ইন্স্যুরেন্স ব্রোকারেজ এর প্রধান অমিত আগারওয়াল বলেছেন, ব্যাংকার্স ব্লাংকেট বন্ড হচ্ছে ৪০ বছরের পুরনো বীমা পলিসি। যখন ব্যাংকখাত অনলাইন সেবা দেয়া শুরু করেনি। এমনকি টিম বার্নার্স লি’র আবিষ্কৃত ওয়াল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ)’রও আগে এসব বীমা পলিসি ডিজাইন করা হয়েছে।

ইন্ডিয়ান ব্যাংক এসোসিয়েশনের চেয়ারম্যান শ্যাম শ্রীনিভাসন বলেছেন, আমরা সাইবার হামলার অভিজ্ঞতা অর্জন করছি এবং তা আমাদের অন্যান্য সদস্যদের মধ্যে প্রচার করছি যাতে ব্যাংক প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারে। বর্তমানে আর্থিক সেবাখাত ডিজিটালাইজড হওয়ায় সাইবার বীমা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

এরআগে পুনে অবস্থিত ক্ষুদ্র সমবায়ী প্রতিষ্ঠান কসমস ব্যাংক ম্যালওয়ার সাইবার প্রতারণার শিকার হয়। সে সময় ব্যাংকটিকে প্রায় ৯৪০ মিলিয়ন রুপি বা ১৩.২ মিলিয়ন মার্কিন ডলার লোকসান গুণতে হয়। বীমা কর্মকর্তাদের মতে কসমস ব্যাংকের মতো সমবায়ী ব্যাংকগুলো সাধারণত সাইবার বীমা গ্রহণ করে না। কিন্তু সাম্প্রতিক সাইবার হামলায় দেখা গেছে, এসব ক্ষুদ্র ব্যাংকই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।