বিশ্বজুড়ে মেরিন বীমার প্রিমিয়াম সংগ্রহে ২% প্রবৃদ্ধি
ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বজুড়ে মেরিন বীমার প্রিমিয়াম সংগ্রহে ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০১৭ সালে মেরিন বীমার প্রিমিয়াম সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ২৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মেরিন ইন্স্যুরেন্স (আইইউএমআই) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
তবে আইইউএমআই ওই প্রতিবেদনে মেরিন বীমার প্রিমিয়াম সংগ্রহের মাত্রা এবং আবরিত ঝুঁকির মধ্যে ক্রমবর্ধমান অমিলের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে। মূলত আবরিত ঝুঁকি এবং দাবির প্রভাবের মধ্যকার সম্পর্কে বর্তমান প্রিমিয়ামের মাত্রা প্রকাশিত হয়।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সম্প্রতি আইইউএমআই’র বার্ষিক সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই বার্ষিক প্রতিবেদনে মেরিন বীমার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বলা হয়, প্রিমিয়াম সংগ্রহ সামান্য কিছুটা বাড়লেও মেরিন অবলিখনের পরিবেশ এখনো ঝুঁকিপূর্ণই রয়েছে।
সম্মেলনে আইইউএমআই’র ফ্যাক্টস এন্ড ফিগার কমিটির ভাইস চেয়ারপারসন এস্ট্রিড সেল্টম্যান জানিয়েছেন, জাহাজের মূল্য কমে যাওয়া এবং অন্যান্য মার্কেটের অবস্থার দ্বারা হাল মার্কেট প্রভাবিত হয়েছে। যার কারণে বিগত ১০ বছরে স্বাভাবিক মেরামত খরচের চেয়ে প্রিমিয়াম সংগ্রহ অপর্যাপ্ত।
এস্ট্রিড সেল্টম্যান বলেন, ইতিবাচকভাবে বলা যায়- ২০১৭ সালের ঘূর্ণিঝড় মৌসুম খুব সামান্যই প্রভাব ফেলেছে এবং গুরুত্বপূর্ণ বীমা দাবিগুলোর প্রভাবও ছিল খুব অল্প মাত্রায়। এটা দেখার বিষয় যে, কখন এবং কত মাত্রায় তেলের মূল্য বৃদ্ধি এই খাতের উন্নয়নে সহায়তা করে- যুক্ত করেন তিনি।
প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালে ইউরোপের তুলনায় এশিয়া ও ল্যাটিন আমেরিকায় মাত্র ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর বিশ্বজুড়ে সংগৃহীত প্রিমিয়ামের ৪৯ শতাংশ ইউরোপের, ২৯ শতাংশ এশিয়া প্যাসিফিকের, ১০ শতাংশ ল্যাটিন আমেরিকার, মধ্যপ্রাচ্যের ৪ শতাংশ এবং আফ্রিকার ২.৪ শতাংশ প্রতিনিধিত্ব করছে।