আন্ডাররাইটার নয়, আন্ডাররাইট করবে ডিভাইস

প্রচলিত আন্ডাররাইটিং ব্যবস্থা তুলে দিচ্ছে জন হ্যানকক

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রচলিত আন্ডাররাইটিং ব্যবস্থা তুলে দিচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ লাইফ বীমা প্রতিষ্ঠান জন হ্যানকক। আন্ডাররাইটার নয়, এখন থেকে কোম্পানিটির বীমা পলিসি আন্ডাররাইট করবে ডিভাইস। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে ১৫৬ বছরের এই বীমা কোম্পানি।

কানাডার মেনুলাইফ ফিনান্সিয়াল করপোরেশন (এমএফসি.টিও) মালিকানাধীন এ বীমা কোম্পানি এখন থেকে শুধুমাত্র ইন্টারঅ্যাকটিভ (মিথস্ক্রিয়) বীমা পলিসি বিক্রি করবে। এ ধরণের পলিসির ক্ষেত্রে পরিধানযোগ্য ডিভাইস ও স্মার্টফোনের মাধ্যমে বীমা গ্রাহকের শারীরিক যোগ্যতা ও স্বাস্থ্যের গতিবিধির তথ্য সংগ্রহ করে বীমা কোম্পানি।

২০১৫ সালে সর্ব প্রথম ইন্টারঅ্যাকটিভ লাইফ বীমা পলিসি চালু করে জন হ্যানকক। ২০১৮ সালে এসে কোম্পানিটি প্রচলিত আন্ডাররাইটিং ব্যবস্থার সব পলিসি বিক্রি বন্ধ করে দিয়েছে এবং সব ধরণের লাইফ বীমা পলিসিতে নতুন এ মডেল প্রয়োগ করছে।

তবে ইন্টারঅ্যাকটিভ লাইফ বীমা পলিসির প্রবর্তক হলেন জন হ্যানকক এর অংশীদারী প্রতিষ্ঠান ভিটালিটি গ্রুপ। এরইমধ্যে দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনে এই বীমা পলিসি ব্যাপকভাবে প্রচলন লাভ করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে এ ধরণের পলিসি ব্যাপকভাবে বিস্তার লাভ করছে।

ইন্টারঅ্যাকটিভ লাইফ বীমা পলিসির গ্রাহকরা ফিটবিট অথবা অ্যাপল ঘড়ির মতো ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করলে প্রিমিয়ামে ছাড় এবং খুচরা দোকানের জন্য গিফট কার্ড প্রদান করে বীমা কোম্পানি।  পেয়ে থাকেন। এ ছাড়াও অ্যাপস ব্যবহার করে বিভিন্ন কাজের মাধ্যমে অতিরিক্ত ভাতা এবং স্বাস্থ্যসম্মত খাবার ক্রয়ের সুযোগ থাকে।

এই পদ্ধতিতে উভয় পক্ষই লাভবান হয়। বীমা গ্রাহক স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে উদ্দীপনা পেয়ে থাকেন। অন্যদিকে বীমা কোম্পানিগুলো বেশি পরিমাণে প্রিমিয়াম আয় করে এবং সুস্থভাবে গ্রাহক দীর্ঘ দিন বেঁচে থাকলে বীমা দাবিও কম প্রদান করতে হয়।

গোপনীয়তা এবং ভোক্তা সমর্থকরা বীমা কোম্পানি গ্রাহকদের এসব তথ্য কিভাবে ব্যবহার করবে সে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, অধিক লাভজনক গ্রাহক বাছাইয়ে এবং প্রিমিয়াম হার বৃদ্ধিতে বীমা কোম্পানি কখন চূড়ান্তভাবে এসব তথ্য ব্যবহার করবে।

এদিকে বীমাখাত বলছে, এ বিষয়টি খুব গভীরভাবে নিয়ন্ত্রণ করা হয়। যেকোন কারণে প্রিমিয়াম হার বৃদ্ধি অথবা পলিসি পরিবর্তনের বিষয়টি একচ্যুয়ারিয়াল শর্তাবলীর মাধ্যমে অবশ্যই এর সত্যতা যাচাই করা হয়।

জন হ্যানকক এর বীমা বিভাগের প্রধান ব্রুকস টিংগল বলেছেন, ইন্টার‌অ্যাকটিভ পলিসি চালুর এই গুরুত্বপূর্ণ কর্মসূচির কারণে কম বীমা দাবি পরিশোধ করতে হচ্ছে কিনা সে বিষয়টি জন হ্যানকক অনেক আগেই সঠিকভাবে নিরূপন করতে পেরেছে।

তবে গ্রাহকদের কর্মকাণ্ডের বিষয়ে সংগৃহীত তথ্য সুপারিশ করছে যে এটা হবে- জানিয়েছেন ব্রুকস টিংগল। তিনি আরো বলেছেন, বিশ্বজুড়ে ভাইটালিটি পলিসিহোল্ডাররা অন্যান্য বীমাকৃত জনসংখ্যার চেয়ে ১৩ থেকে ২১ বছর পর্যন্ত দীর্ঘজীবন লাভ করেন।

জন হ্যানকক এর যুক্তরাষ্ট্রের লাইফ বীমা গ্রাহকরা মূল ভাইটালিটি প্রোগ্রাম থেকে যেকোনটি পছ্ন্দ করতে পারেন। এর গ্রাহকরা অ্যাপ বা ওয়েবসাইটে তাদের তথ্য অন্তর্ভূক্ত করে নির্ধারিত লক্ষ্য পূরণের মাধ্যমে গিফট কার্ড পেতে পারেন।

এ ছাড়াও পরিধানযোগ্য ডিভাইসের বর্ধিত প্রোগ্রামে বীমা গ্রাহকরা ১৫ শতাংশ পর্যন্ত প্রিমিয়াম ছাড় ও অন্যান্য সুবিধা পেতে পারেন বলে জানিয়েছে বীমা কোম্পানি। (তথ্য সূত্র: রয়টার্স)