ড্রোনের ব্যবহার বাড়ছে মার্কিন বীমাখাতে
ইন্টারন্যাশনাল ডেস্ক: ড্রোনের ব্যবহার বাড়ছে মার্কিন বীমাখাতে। দ্রুত দাবি নিষ্পত্তি ও ক্ষতির মূল্যায়নে ড্রোন ব্যবহার করছে বীমা কোম্পানিগুলো। গত বছরের ঘুর্ণিঝড় মৌসুমের পর থেকে সম্পদের ক্ষতি পর্যবেক্ষণে ড্রোনের ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্রের বৃহৎ বীমা কোম্পানিগুলো।
শীর্ষ স্থানীয় বীমা কোম্পানিগুলোর ড্রোন ব্যবহার নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে ক্লেইমস জার্নাল। স্টেট ফার্ম ইন্স্যুরেন্স কোম্পানি, সুইজারল্যান্ড ভিত্তিক বীমা কোম্পানি সিএইচইউবিবি (চাব) লিমিটেড এবং ট্রাভেলার্স ইন্স্যুরেন্স কোম্পানির ড্রোন ব্যবহারের দিকে দৃষ্টিপাত করে ক্লেইমস জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র্র জুড়ে শত শত ড্রোন আকাশ থেকে সম্পদের ক্ষতি পর্যবেক্ষণ করছে। বীমা গ্রাহকদের দাবির বৈধতা খুঁজে ফিরছে এসব ড্রোন। ঘুর্ণিঝড়, দাবানল বা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বীমা গ্রাহকরা তাদের বাড়ি-ঘর সংস্কার করতে চাচ্ছেন। এজন্য তারা দ্রুত বীমা দাবি পেতে কোম্পানিগুলোর কাছে জরিপের আবেদন জানাচ্ছেন।
এদিকে বীমা কোম্পানিগুলো দাবি নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত করতে ক্ষয়-ক্ষতির জরিপ পরিচালনার জন্য ড্রোনের ব্যবহার শুরু করে। বীমা দাবি যাচাই করতে যুক্তরাষ্ট্র ভিত্তিক বীমা কোম্পানির ট্রাভেলার্স তাদের ৫৫০ কর্মকর্তাকে ড্রোন পাইলট করার প্রশিক্ষণ দিয়েছেন।
বীমা কোম্পানিগুলো বলছে, একজন মানুষ যদি সরাসরি সম্ভাব্য ক্ষতি পর্যবেক্ষণ করে এতে ভবনের ক্ষতি আরো বাড়তে পারে এবং ব্যক্তিও ক্ষতির সম্মুখিন হতে পারেন। অন্যদিকে ড্রোনের মাধ্যমে এই জরিপ পরিচালনা করলে ক্ষতির সম্ভাবনা নেই এবং সঠিকভাবে জরিপ কার্যক্রম পরিচালনা সম্ভব।
ট্রাভেলার্স এর প্রপার্টি ক্লেইমস বিভাগের ভাইস প্রেসিডেন্ট জিম উচারফেনিং জানান, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও প্রতিদিনকার বীমা দাবি জরিপেও তারা ব্যাপকভাবে ড্রোনের ব্যবহার করছেন। সম্প্রতি ড্রোনের ব্যবহার আরো বৃদ্ধি করেছেন। গত জুন মাসে নতুন করে ৫৫০টি ড্রোন সংযোগ করেছেন তাদের কোম্পানিতে।
জিম উচারফেনিং এর মতো, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৮টি রাজ্যে ১৫ হাজারের বেশি ড্রোন সম্পদের ক্ষতির জরিপ কাজে ব্যবহৃত হচ্ছে। ভবনের ছাদের ক্ষতি জরিপ কাজে বাণিজ্যিকভাবে ড্রোন ব্যবহারে যেকোন খাতের মধ্যে ট্রাভেলার্স সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান বলেও দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জিম উচারফেনিং।