তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় ৩.৯ মিলিয়ন ডলার বীমা দাবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় লায়াবিলিটি বীমা বাবদ দাবি উত্থাপন করা হয়েছে ১২০ মিলিয়ন তাইওয়ান ডলার তথা ৩.৯ মিলিয়ন মার্কিন ডলার।

দেশটির রাজধানী তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরে সু-আও শহরে গত রোববার এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি রাজধানী তাইপে থেকে দক্ষিণাঞ্চলীয় তাইতুং কাউন্টির দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় পুয়ুমা নামের ওই এক্সপ্রেস ট্রেনে থাকা ৩৬৬ যাত্রীর অন্তত ১৮ জনের মৃত্যু এবং ১৮৭ জন আহত হন। গত ২৭ বছরের মধ্যে এটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

তাইওয়ানের পূর্ব উপকূলের উচুনিচু রাস্তায় চলাচলের জন্য ২০১৩ সালে যাত্রা শুরু করে পুয়ুমা এক্সপ্রেস। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। এসোসিয়েট প্রেস এ তথ্য জানিয়েছে।

মিংতাই প্রপার্টি ইন্স্যুরেন্সসহ আরো কয়েকটি প্রপার্টি ইন্স্যুরেন্স কোম্পানি তাইওয়ান রেলওয় কর্তৃপক্ষকে রেলওয়ে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট লায়াবিলিটি কভারেজ প্রদান করে।

ট্রেন দুর্ঘটনার পরই মিংতাই প্রপার্টি ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ একটি টিম গঠন করেছে। যারা বীমাকৃত তথা ট্রেন যাত্রীদের চিকিৎসা সেবায় সহযোগিতা প্রদান এবং বীমা দাবি নিষ্পত্তির জন্য কাজ শুরু করেছে।

লায়াবিলিটি বীমা পলিসি অনুসারে দুর্ঘটনায় নিহত ও অক্ষমতার বীমার কভারেজ যাত্রীপ্রতি ২.৫ মিলিয়ন তাইওয়ান ডলার এবং চিকিৎসার কভারেজ রয়েছে যাত্রীপ্রতি ৪ লাখ তাইওয়ান ডলার।

প্রতিটি ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে বীমা দাবি উত্থাপন করা যাবে সর্বোচ্চ ২০০ মিলিয়ন তাইওয়ান ডলার। আর এক বছরের মধ্যে বীমা দাবি উত্থাপন করা যাবে সর্বোচ্চ ৮০০ মিলিয়ন তাইওয়ান ডলার।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর নন-লাইফ কোম্পানির পাশাপাশি ক্যাথে প্যাসিফিক, সিন কং এবং ইউনডা’র মতো অন্যান্য লাইফ বীমা কোম্পানিও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে দ্রুত সাড়া দিতে বিশেষ ব্যবস্থা করেছে।