ম্যাক্স লাইফ কর্মকর্তার বিরুদ্ধে প্রিমিয়ামের টাকা আত্মসাতের অভিযোগ
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে গণপূর্ত অধিদপ্তরের এক ঠিকাদার বীমা কোম্পানির কাছে প্রতারিত হয়েছেন। ভিনাই কুমার ভার্মা (৫১) নামের ওই ঠিকাদার গাজিয়াবাদের কবিনগর এলাকার বাসিন্দা। তিনি তার স্ত্রী মিথিলেশ ভার্মার নামে ম্যাক্স লাইফ অব ইন্স্যুরেন্স কোম্পানিতে একটি পলিসি গ্রহণ করেছিলেন।
তিনি অভিযোগ করেন, ম্যাক্স লাইফের এক সিনিয়র হিসাবরক্ষক তার ৯৮ হাজার টাকা আত্মসাৎ করেন।
তিনি জানান, তাকে বিশেষ অফারের কথা বলে সিদ্ধার্থ ভার্মা নামের ওই কর্মকর্তা প্রিমিয়ামের টাকা জমা দিতে বলেছিলেন। চলতি বছরের জুন মাসে তার পলিসির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তখন তিনি ওই সিদ্ধার্থের ফোন কল পান। তিনি ঠিকাদারকে বলেন যে তাদের পলিসির মেয়াদ শেষ হচ্ছে যদি তারা সেটি চালাতে চায় তবে দ্রুত প্রিমিয়ামের টাকা জমা দিতে হবে।
ভার্মা বলেন, তিনি আমাকে ১৫ শতাংশ প্রিমিয়ামের টাকা দিতে বলেন। তারপর আমার মোবাইলে তিনি ম্যাসেজ পাঠান। ম্যাসেজে আমার পলিসি ও ব্যাংকের বিবরণ জমা দিতে বলেন।
তিনি আরও বলেন, ম্যাসেজগুলো আমার পলিসি নাম্বার ও অন্য বিবরণীর সঙ্গে বিশ্বাসযোগ্য ছিল। পরে আমি টাকাগুলো পরিশোধ করি। কিছুদিন পর যখন আমি তার নাম্বারে ফোন দেই, তখন দেখি সেটি বন্ধ।
প্রাথমিকভাবে এ ঘটনায় একটি এফআইআর করা হয়েছে। (টাইমস অব ইন্ডিয়া)