স্বল্প মূলধনে বীমা কোম্পানি চালুর পরিকল্পনা
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএ) বীমা কোম্পানি চালুর জন্য মূলধনের পরিমাণ কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এতে বীমা শিল্পে আসার পথ সহজ হবে এবং জিডিপি প্রবৃদ্ধি বাড়বে।
আইআরডিএ সদস্য নীলেশ সাঠে জানিয়েছেন, বীমা ব্যবসার মূলধন কমানোর জন্য প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নিয়মে বীমার ঝুঁকি হিসাব করে ন্যূনতম মূলধন ধার্য হবে। যাতে ছোট বীমা কোম্পানিগুলো এ খাতে টিকে থাকতে পারে।
বর্তমানে বীমা সংস্থা চালু করতে অন্তত ১০০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়) মূলধন লাগে।
সাঠে জানান, বিদেশের মডেল অনুসরণ করেই বীমার মূলধনের মানদণ্ড নির্ধারণের আইন প্রস্তাবিত হয়েছে। ব্রিটেনে কোনও সংস্থা শুধুমাত্র স্বাস্থ্য বীমার ব্যবসা চালু করতে চাইলে মূলধন লাগে ১২.৫ কোটি টাকা।
এদিকে আইআরডিএ জানায়, মূলধন সংক্রান্ত প্রস্তাবিত আইনটি ২০২১ সালের মধ্যে চালু করা হবে। (তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ, আনন্দবাজার।)