প্রাকৃতিক দুর্যোগ

জাপানে ৩ বীমা কোম্পানিতে ১ লাখ কোটি টাকা দাবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের ফলে এ বছর দেশটির শীর্ষ তিনটি বীমা কোম্পানিতে এক লাখ কোটি টাকা বীমা দাবি উঠেছে। বছরজুড়ে দেশটিতে শক্তিশালী টাইফুন, ভূমিকম্প ও উচ্চ তামপাত্রার মতো দুর্যোগ আঘাত হেনেছে। তাই এ বছরটিকে জাপানিরা বেশ কঠিনভাবেই দেখছেন। 

এদিকে দুই দশক ধরে জাপানে সম্ভাব্য ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাসকারীদের সংখ্যা বেড়েছে। এর ফলশ্রুতিতে সেসব এলাকাগুলোতে আবাসিক উন্নয়ন ঘটেছে। ২০১৫ সালের হিসাব অনুযায়ী, সম্ভব্য ঝুঁকিতে রয়েছে তিন কোটি পাঁচ লাখেরও বেশি মানুষ।

ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক দুর্যোগ প্রতিরোধের সহযোগী অধ্যাপক ইয়াসুনিরি হাডান এর গবেষণায় দেখা গেছে, ১৯৯৫ সালের তুলনায় বর্তমানে ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতে মানুষের সংখ্যা ৪.৪ শতাংশ বেড়েছে।

২০১১ সালে দেশটিতে বন্যা বিপর্যয়ের পর কেন্দ্রীয় ও স্থানীয় সরকার বন্যাপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করেছে। জাপানে ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কানাগোয়াতে। এরপর বেড়েছে টোকিওতে এবং তৃতীয় অবস্থানে রয়েছে ওকায়ামা।

জাপানের অধিবাসী হাদা বলেন, বন্যার ঝুঁকি থাকা সত্ত্বেও অসংখ্য মানুষ উপনিবেশ এলাকাগুলোতে বাস করছেন। কারণ সেসব জায়গায় বাড়ি ও জমি সস্তায় কেনা যায়।