দুর্যোগ ২০১৮: বিশ্বে ৭৯ বিলিয়ন ডলার বীমা ক্ষতি
ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের নেতৃত্বস্থানীয় বীমা ও পুনর্বীমা কোম্পানি সুইস রি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ফলে বীমা ব্যবসার ক্ষতি প্রায় ৭৯ বিলিয়ন মার্কিন ডলার।
প্রতিবেদনে বলা হয়, ৭৯ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বীমা ও পুনর্বীমার জন্য ৭১ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে। আর বাকি ৮ বিলিয়ন মার্কিন ডলার মানবসৃষ্ট দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে বছরের প্রথমার্ধের পর তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সুইজ রি’র বাজার ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। জাপানে টাইফুন (৯ বিলিয়ন মার্কিন ডলার বীমা দাবি), ক্যালিফোর্নিয়ায় রেকর্ডময় অগ্ন্যুৎপাত (১৩ বিলিয়ন মার্কিন ডলার বীমা দাবি), হারিকেন ফ্লোরেন্স এবং হারিকেন মাইকেলের ফলে বীমা দাবি বহুগুণে বেড়েছে।
তবে বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী বীমা সেবাদানকারী ব্রিটিশ প্রতিষ্ঠান এওন’র হিসাবে বীমা ক্ষতি ছিল ২১ বিলিয়ন মার্কিন ডলার।
সম্প্রতি ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরিতে ৪৩০ জনেরও বেশি মানুষ মারা গেছে। প্রায় ১৫০০ মানুষ নিখোঁজ রয়েছে এবং ২২ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। এছাড়া ডিসেম্বরে শিলাবৃষ্টিতে অস্ট্রেলিয়ার সিডনিতে ২০০ মার্কিন ডলার বীমা দাবি উঠেছিল। তবে এসব ঘটনা সুইস রি’র ক্ষয়ক্ষতি মূল্যায়নে অন্তর্ভূক্ত হয়নি।