ইন্দোনেশিয়ায় সুনামিতে ১.০৯ বিলিয়ন ডলার বীমা দাবি
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্দোনেশিয়ায় সুনামিতে সৃষ্ট ক্ষয়ক্ষতি থেকে ১.০৯ মার্কিন বিলিয়ন ডলার বীমা দাবি উঠবে বলে জানিয়েছে জাকার্তা পোস্ট। বীমা সংস্থা পিটি মাসকাপাই রেসুরানসি ইন্দোনেশিয়া (আরইআই) ও পিটি আসুরানসি মায়পার্ক ইন্দোনেশিয়ার মতে, গত সপ্তাহের দুর্যোগ সুনামিতে কমপক্ষে ১৯১টি বীমা ঝুঁকি ছিল, যেখানে ৪৩০ জন নিহত হয় এবং হাজার হাজার বাড়িঘর, ভবন ও অবকাঠামো ভেঙে পড়ে।
বুধবার পিটি রেসুরানসি মায়পার্ক ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির পরিচালক আহমদ ফৌজি দারউয়িস বলেন, গত ২২ ডিসেম্বর সুনামির আঘাতে বেশিরভাগ উপকূলবর্তী এলাকাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
এদিকে সুনামির সঙ্গে সম্পর্কিত দাবির প্রতিবেদন তৈরি করতে সাধারণ বীমা কোম্পানিগুলোকে আহবান জানানো হয়েছে।
পিটি আদিরা ইন্স্যুরেন্সের সভাপতি জুলিয়ান নূর জানান, তার কোম্পানি এখনও গ্রাহকদের কাছ থেকে দাবি গ্রহণ করেনি। কিন্তু বাণিজ্যিক ভবন, মোটরগাড়ির মতো সম্পদের ক্ষতিপূরণে তারা এগিয়ে আসবে।
জুলিয়ান বলেন, সুনামির ঝুঁকি বীমা নীতিমালার সঙ্গে যৌক্তিক কি না তা বীমাগ্রহীতাদের নিশ্চিত হওয়া উচিত।
পিটি আসুরানসি সিমাসনেটের সভাপতি তিগু আরিয়া দানা বলেন, এখন পর্যন্ত কোনো বীমাগ্রহীতা তাদের দাবি জানায়নি, তবে কোম্পানি দাবি নিষ্পত্তির জন্য প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অর্ধেকের বেশি রয়েছে যে এলাকায়, প্রশান্ত মহাসাগরের সেই ‘আগ্নেয় মেখলার’ মধ্যেই ইন্দোনেশিয়ার অবস্থান।
এর আগে সর্বশেষ গত সেপ্টেম্বরে ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ার পালু শহরের বালারোয়া ও পেতোবো এলাকায় অন্তত দুই হাজার মানুষের মৃত্য হয়।
আর ২০০৪ সালে সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে ভারত মহাসাগরের উপকূলজুড়ে ১৪টি দেশের দুই লাখ ২৬ হাজার মানুষের প্রাণহানি ঘটে।