টাইফুন জেবি: জাপানের ইতিহাসে বীমাখাতে ব্যাপক ক্ষতি

ইন্টারন্যাশনাল ডেস্ক: গেল বছর জাপানে টাইফুন জেবির আঘাতে দেশটির বীমাশিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। জাপানের জেনারেল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (জিআইএজে) তথ্য অনুসারে, ঘূর্ণিঝড়ে দেশীয় বীমা কোম্পানিগুলো ৫.২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। যারমধ্যে সম্পদের দাবি ৪.৭ বিলিয়ন ডলার, মোটরগাড়ির ক্ষতি ছিল ৪৭৫ মিলিয়ন ডলার এবং অন্যান্য বীমা দাবি ছিল ৯০ মিলিয়ন ডলার।

জাপানের জেনারেল ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সর্বশেষ তথ্য থেকে জানা যায়, টাইফুন জেবি ৮ লাখ ২৫ হাজার ৯১টি বীমা দাবি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে মোটর গাড়ি বীমা থেকে ১ লাখ ৮ হাজার ৯২৮টি, অগ্নিবীমা নীতি থেকে ৬ লাখ ৯৪ হাজার ৩১০টি এবং অন্যান্য লাইনের ২১ হাজার ৮৫৩টি বীমা দাবি রয়েছে।

এদিকে টাইফুন জেবি জাপানে টাইফুনের অতীত রেকর্ড ভঙ্গ করেছে। ১৯৯১ সালে দেশটিতে যে ভয়াবহ টাইফুন আঘাত হেনেছিল; তাতে ক্ষতি হয়েছিল ৫ বিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, ২০১৮ সালে আগস্ট মাসে জাপানের কোবে, কিয়োটা ও ওসাকাতে টাইফুন জেবি আঘাত হানে।