একচ্যুয়ারির ঘাটতি পূরণে থাইল্যান্ডের বীমা আইন সংশোধন
ইন্টারন্যাশনাল ডেস্ক: একচ্যুয়ারির ঘাটতি পূরণে থাইল্যান্ডের বীমা আইন সংশোধন করা হয়েছে। সংশোধনী আইনে বীমাসেবার মান উন্নয়নে একচ্যুয়ারির উপর গুরুত্বারোপ করা হয়েছে।
বীমা সংস্থা অফিস অব দ্য ইন্স্যুরেন্স কমিশনের (ওআইসি) সেক্রেটারি জেনারেল সুতিফন বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছলতা পর্যবেক্ষণ, পণ্যের মূল্য ও দায় মূল্যায়নের জন্য একচ্যুয়ারি বিশেষভাবে প্রয়োজন।
সুতিফন আরও বলেন, আন্তর্জাতিক মানের একটি আর্থিক প্রতিবেদন তৈরির প্রস্তুতি শেষ হয়েছে। একচ্যুয়ারিদের মাধ্যমে তা থাইল্যান্ডে রূপান্তরিত হবে। এজন্য সংশ্লিষ্ট অবকাঠামোর পাশাপাশি বীমা ব্যবসার মডেল, ডিজাইন ও মূল্যায়ন সবক্ষেত্রেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
থাইল্যান্ডের একচ্যুয়ারিস সোসাইটির সভাপতি পিচেট বলেন, সংশোধিত ইনসিওরেন্স আইন অনুযায়ী, লাইফ ও নন-লাইফের সবপণ্য একচ্যুয়ারির দ্বারা অনুমোদিত হবে।
সুতিফন বলেন, একচ্যুয়ারিদের মূল কাজ হলো বীমা পেশায়। যদিও থাইল্যান্ডে এ পেশায় জনবল সীমিত। ওআইসি‘র তথ্য অনুসারে, দেশটির বীমা শিল্পে ১২৭ জন একচ্যুয়ারি রয়েছে। যারমধ্যে ২৩টি লাইফ বীমায় রয়েছে ৭৬ জন, ৬০টি নন-লাইফ কোম্পানিতে রয়েছে ৫১ জন। লাইফ ও নন-লাইফের এই ১২৭ একচ্যুয়ারির মধ্যে ৭৫ জনই সোসাইটি অব একচ্যুয়ারিসের সদস্য।