বীমা বাজারের উজ্জ্বল সম্ভাবনা দেখছে ভারত
ইন্টারন্যাশনাল ডেস্ক: গেল বছরের তুলনায় এ বছরে ভারতের বীমা শিল্পের সমৃদ্ধি আশা করছেন দেশটির বাজাজ এলাইন্স লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তরুণ চুগ। অর্থনৈতিক এই শিল্পের অগ্রগতি সাধনে কাজও চলছে বলে জানিয়েছেন তিনি।
মানি টুডে’র এক সাক্ষাত্কারে তিনি বলেন, ২০১৮ সালে মধ্যে বীমা শিল্পের প্রবৃদ্ধি বেড়েছে এবং সেই গতি ২০১৯ অর্থাৎ এ বছরেও অব্যাহত থাকবে। সেক্ষেত্রে ডিজিটাল ভিত্তিক পণ্যের পলিসিগুলোর ক্ষেত্রে কিছুটা বিপর্যয় দেখা দিতে পারে।
এদিকে ২০১৮ সালে ভারতের অনেক কোম্পানিই ডিজিটাল কার্যক্রম শুরু করে এবং নতুন পণ্য উদ্ভাবনে সাড়া ফেলে। সে বছরেই লাইফ বীমার বাজার ১০ থেকে ১১ শতাংশ বেড়েছিল।
চুগ বলেন, বীমা শিল্পে নতুন পণ্য নিয়ন্ত্রণের খসড়া ইতিমধ্যেই ভালো প্রভাব ফেলেছে। এই খসড়া নতুন পণ্যগুলো উন্মুক্ত করতে সহায়তা করছে। এছাড়া প্রযুক্তির ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হবে।
তিনি বলেন, অনলাইন দাবি নিষ্পত্তির কাজ খুব দ্রুত চলছে। অনলাইন দাবি জানানো ও পরিশোধের কাজটি করে এনইএফটি (ন্যাশনাল ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার)। কাজেই অনলাইনে দাবি পরিশোধ কোনও সমস্যা নয়। সমস্যা হলো মেয়াদ শেষের আগেই দাবি গ্রহণ করা, সেক্ষেত্রে তদন্ত করতে হয়, প্রতারণার মতো ঘটনাও আসে।