বিদেশি বীমা কোম্পানিগুলোকে নিবন্ধন দিতে প্রস্তুত মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক: বহুল প্রতীক্ষিত লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে নিবন্ধন দেবে মিয়ানমার সরকার। এজন্য কোম্পানিগুলোকে প্রস্তাবনা ও অনুমতিপত্র জমা দেয়ার আহবান জানিয়েছে দেশটির আর্থিক নিয়ন্ত্রক বিভাগ।
মিয়ানমার টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয় (এমওপিএফ) দেশের ব্যবসায় উন্মুক্ত করার পদক্ষেপ বাস্তবায়ন করতে চলেছে। এজন্য বিদেশি বীমা কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনার পথ খুলে দেয়া হচ্ছে।
এমওপিএ‘র বিবৃতি অনুযায়ী, বীমাকারীদের অবশ্যই দুটি বিভাগ থাকবে। একটি লাইফ বীমা, অন্যটি নন-লাইফ বীমা।
বিবৃতিতে বলা হয়েছে, তিনটি বিদেশি লাইফ বীমা কোম্পানিগুলোকে সম্পূর্ণ মালিকানাধীন হিসেবে নিবন্ধন দেয়া হবে। এছাড়া বাকি লাইফ কোম্পানিগুলোকে মিয়ানমারের স্থানীয় লাইফ কোম্পানিগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসায় করার অনুমতি দেয়া হবে।
বিদেশি নন-লাইফ বীমা কোম্পানির ক্ষেত্রে, মিয়ানমারের অভ্যন্তরে তাদের নিজস্ব ব্রাঞ্চ অফিসের মাধ্যমে কিংবা স্থানীয় কোম্পানিগুলোর মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে পারবে। পুরোপুরি বিদেশি মালিকানাধীন নন-লাইফ বীমা কোম্পানিকে ব্যবসা পরিচালনা করার অনুমতি দেয়া হবে না।
দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং বিনিয়োগ বাড়াতে এ পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সাল পর্যন্ত মিয়ানমারে ১১টি স্থানীয় ও ১৪টি বিদেশি কোম্পানিকে নিবন্ধিত করা হয়েছে। দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি)’তে ০.১ শতাংশেরও নিচে অবদান রাখছে বীমা।