বীমা জালিয়াতি ঠেকাতে সতর্ক ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক: সারা বিশ্বেই বীমার টাকার পেতে খুন, গুপ্তহত্যা, আত্মহত্যার মতো জালিয়াতির ঘটনা ঘটে। এসব জালিয়াতি ঠেকাতে তদন্ত ও অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসার কোনো বিকল্প নেই।

অন্যদিকে বৈধ দাবির প্রেক্ষিতেও বীমা কোম্পানিগুলো বীমাগ্রহীতার সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করে। নানা রকম ছল-চাতুরি ও বাহানা দেখিয়ে দাবি নাকোচ করে দেয়।

এসব বিষয় মাথায় রেখেই ভারতের লাইফ ইন্স্যুরেন্স কাউন্সিলের মহাসচিব ভি মানিকাম বীমা শিল্পে জালিয়াতির ঝুঁকি হ্রাস করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। তিনি বলেন, ভারতে বীমা জালিয়াতির ফলে বছরে ৫.৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়।

দেশটির অর্থ বিষয়ক সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, জালিয়াতির ঘটনায় বীমা কোম্পানিগুলো থেকে ৮.৫ শতাংশ রাজস্ব আয় নষ্ট হচ্ছে।

গত মাসে এসোসিয়েশন অব ইনস্যুরেন্স ক্লেইমস ম্যানেজমেন্ট কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ভি মানিকাম বীমা জালিয়াতি সনাক্ত ও পদক্ষেপ নিতে বীমা কোম্পানিগুলোকে তাগিদ দেন।

এদিকে ভারতের ইন্স্যুরেন্স ইনফরমেশন ব্যুরো প্রতারণা নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। আন্ডাররাইটিং পর্যায়ে জালিয়াতি দূর করতেও সচেষ্ট রয়েছে।

৩১ মার্চ, ২০১৮ সালে ভারতের শেষ অর্থবছরে বীমা জালিয়াতিতে মোট ৪৯ শতাংশ মধ্যস্থতাকারী এবং ২৮ শতাংশ পলিসিহোল্ডার দায়ী ছিল। অনেকক্ষেত্রে কিছু কর্মকর্তা-কর্মচারীদেরও সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।