দুর্যোগেই বছরে বীমা ক্ষতি ১৪০ বিলিয়ন ডলার: মিউনিক রি
ইন্টারন্যাশনাল ডেস্ক: পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে প্রাকৃতিক দুর্যোগ হয় না। প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রতিবছরই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। গেল ২০১৮ সালে বিশ্বজুড়ে আগ্নেয়গিরি, ঝড়, সুনামির মতো ভয়ঙ্কর দুর্যোগ হানা দিয়েছে। জার্মানভিত্তিক রি-ইন্স্যুরেন্স কোম্পানি মিউনিক রি’র মতে, সে বছর ক্ষয়ক্ষতি ও জীবনের ১০ হাজার ৪০০টি বীমা দাবি উঠেছে।
মিউনিক রি জানায়, আগ্নেয়গিরি, হারিকেন ও সুনামিরসহ বিভিন্ন দুর্যোগে ১৬০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। আর প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া গত ৩০ বছরে গড় ক্ষতি মূল্যায়ন করা হয়েছে ১৪০ বিলিয়ন ডলার।
গত বছর আগ্নেয়গিরির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। ক্যালিফোর্নিয়ায় আগ্নেয়গিরির ক্ষতি ধরা হয়েছে ২৪ বিলিয়ন ডলার। অন্যদিকে হারিকেন ফ্লোরেন্স ও মাইকেলে ক্ষতি হয়েছে ৩০ বিলিয়ন ডলার।
মিউনিক রি’র বোর্ড সদস্য টর্স্টেন জ্যোয়ারেক সতর্ক করে বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য ভূমি আইন মেনে চলতে হবে। এতে করে আগ্নেয়গিরি ও বন্যার ক্ষতি অনেকটা লাঘব হবে।