আয়ু বেড়ে যাওয়ায় প্রিমিয়াম হার কমাচ্ছে জাপান

ইন্টারন্যাশনাল ডেস্ক: জাপানি নাগরিকদের গড় আয়ু বেড়ে যাওয়ায় প্রিমিয়াম হার কমাতে যাচ্ছে দেশটির লাইফ বীমা কোম্পানিগুলো। আগামী বছর নাগাদ কোম্পানিগুলোর প্রিমিয়াম হার ৫ শতাংশ থেকে ১০ শতাংশ কমে আসবে বলে জানানো হয়েছে।

বিগত ১১ বছরের মধ্যে এবারই প্রথম স্ট্যান্ডার্ড মর্টালিটি টেবিলে পরিবর্তন আনতে যাচ্ছে ইনস্টিটিউট অব একচ্যুয়ারিস অব জাপান (আইএজে) । সংস্থাটির প্রস্তাবিত পরিবর্তনগুলো খুব শিগগিরই ফিনান্সিয়াল সার্ভিস এজেন্সির কাছে পাঠানো হবে।

এসব পরিবর্তন অনুমোদনের পর ২০১৮ সালের এপ্রিলে দেশটির শীর্ষ বীমা কোম্পানি যেমন- নিপ্পন লাইফ, দাই-ইচি লাইফ, মিইজি ইয়াসুডা এবং সুমিতমো লাইফ তাদের প্রিমিয়াম হার কমিয়ে আনবে। অন্যান্য ছোট কোম্পানি তাদের পদাঙ্ক অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে।

এরইমধ্যে আইএজে’র খসড়া পরিবর্তনগুলো প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ২০০৭ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ৪০ বছর বয়সী পুরুষের আদর্শ মৃত্যুর হার ২০ শতাংশ কমে আসবে। প্রতি হাজারে মৃত্যুর সংখ্যা ১ দশমিক ৪৮ থেকে কমে ১ দশমিক ১৮’তে দাঁড়াবে। অন্যদিকে একই সময়ে ৪০ বছর বয়সী নারীদের ক্ষেত্রে এই আদর্শ মৃত্যুর হার দশমিক ৯৮ থেকে কমে দশমিক ৮৮ ’তে দাঁড়াবে।

সার্বিকভাবে সকল শ্রেণীর বয়সীদের মধ্যে পুরুষের ক্ষেত্রে ২৪ দশমিক ৪ শতাংশ এবং নারীর ক্ষেত্রে ১৫ শতাংশ অগ্রগতি হয়েছে। এছাড়া গড় আয়ু বৃদ্ধি হয়েছে ১ দশমিক ৬২ এবং ২ দশমিক ৫৩ এরমধ্যে। চিকিৎসা প্রযুক্তির উন্নতি এবং আত্মহত্যা হ্রাসের কারণে এই অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বৃদ্ধি পাচ্ছে। কারণ, মানুষের দীর্ঘ দিন বেঁচে থাকার অর্থ হচ্ছে আরো বেশি বীমা দাবি উত্থাপন হওয়া। খুব শিগগিরই আজীবন স্বাস্থ্য বীমা পলিসির প্রিমিয়াম ৫ শতাংশ বৃদ্ধি পাবে। ৩০ থেকে ৪০ বছর বয়সের জনগণের জন্য এতে সুবিধা বেশি। বয়সী পলিসি গ্রাহকরা ভবিষ্যতে প্রিমিয়ামে বড় ছাড় দেখতে পাবে। (সূত্র: রয়টার্স)