শেষ প্রান্তিকে সুইস রি’তে বীমা দাবি ১ বিলিয়ন ডলার
পাপলু রহমান: বিশ্বের বৃহত্তম ইন্স্যুরেন্স ও রি-ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে অন্যতম সুইস রি। ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে (আগস্ট-ডিসেম্বর) প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষতির প্রভাবে কোম্পানিটি ১ বিলিয়ন মার্কিন ডলার বীমা দাবি গ্রহণ করেছে।
মঙ্গলবার সকালে এ তথ্য প্রকাশ করে সুইস রি। ইন্স্যুরেন্স বিজনেস এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ক্যাম্প ও ওলসে ফায়ারে (দাবানল) ৩৭৫ মিলিয়ন ডলার এবং হারিকেন মাইকেলের প্রভাবে ১৫০ মিলিয়ন ডলার বীমা দাবি সুইস রি’তে এসেছে।
গেল ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে শিলাবৃষ্টির মতো দুর্যোগের কারণেও বীমা দাবি উত্থাপন করা হয়েছে।
সুইস রি’র প্রধান আন্ডাররাইটিং কর্মকর্তা এডুয়ার্ড স্মিড বলেন, ২০১৮ সালের শেষ প্রান্তিকে প্রাকৃতিক বিপর্যয়গুলোর প্রভাব বেশি ছিল। ১৯৯২ সালের পর যুক্তরাষ্ট্রের হারিকেন মাইকেলই হলো সবচেয়ে বড় ঘূর্ণিঝড়। এছাড়া ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরি শহর এলাকাগুলোতে ছড়িয়ে পড়ায় বড় ধরনের ক্ষতির কারণ হয়েছিল।
এডুয়ার্ড স্মিড বলেন, আমরা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আর্থিক পূরণে পাশে থাকছি এবং খুব দ্রুত তাদের স্বাভাবিক জীবনে নিয়ে আসার চেষ্টা করছি।
এদিকে এশিয়ার টাইফুন জেবি ও ট্রামির প্রভাবে ৩২০ মিলিয়ন ডলার বীমা দাবি গ্রহণ করেছে সুইস রি। অন্যদিকে মানবসৃষ্ট দুর্যোগে চতুর্থ প্রান্তিকে সুইস রি’তে বীমা দাবি উঠেছে ৩ মিলিয়ন ডলার।