ভারতে নন-লাইফ বীমায় প্রবৃদ্ধি ১৮%

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নন-লাইফ বীমা শিল্প ১৮ শতাংশ প্রবৃদ্ধি বেড়েছে। ২০১৮ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে নন-লাইফে ২১ বিলিয়ন মার্কিন ডলার (১.৫ ট্রিলিয়ন ‍রুপি) অর্জিত হয়।

ভারতের বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএ)‘র প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পেয়েছে। ২০১৭ অর্থবছরে সরকার নতুন শস্য বীমা পলিসি চালু করলে ভারতের প্রিমিয়াম সংগ্রহ ৩৩ শতাংশ বেড়ে যায়।

এশিয়া ইন্স্যুরেন্স রিভিউ’র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা কোম্পানিগুলোর বাজারের শেয়ার ৪৭% শতাংশ থেকে ৪৫% দাঁড়িয়েছে। সরকারি কোম্পানিগুলো গেল অর্থবছরে ১২.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে বেসরকারি সাধারণ বীমা কোম্পানিগুলোর প্রবৃদ্ধি দেখানো হয়েছে ২১.৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, মোটর বীমায় প্রবৃদ্ধি ১৮ শতাংশ, স্বাস্থ্য বীমায় ২২ শতাংশ এবং অগ্নিবীমায় ১৩ শতাংশ বেড়েছে। ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ভারতে ২৭টি নন-লাইফ ও ছয়টি স্বতন্ত্র স্বাস্থ্য বীমা কোম্পানি তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

এদিকে ২০১৮ সালে ভারতের অনেক লাইফ বীমা কোম্পানিই ডিজিটাল কার্যক্রম শুরু করে এবং নতুন পণ্য উদ্ভাবনে সাড়া ফেলে। সে বছরেই লাইফ বীমার বাজার ১০ থেকে ১১ শতাংশ বাড়ে।