সাইকেল বীমা বাধ্যতামূলক করছে জাপান
ইন্টারন্যাশনাল ডেস্ক: জাপানে পরিবহন মন্ত্রণালয়ের একটি প্যানেল সাইকেল বীমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য স্থানীয় সরকারদের সঙ্গে তারা আলোচনাও করেছে। দেশটিতে সাইকেল আরোহী ও পথচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
পরিবহন মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দলের বৈঠকে সাইকেলের বড় ধরনের দুর্ঘটনা ঘটলে বীমা কোম্পানি অর্থ পরিশোধ করবে এমন সিদ্ধান্তে সবাই একমত হয়েছেন।
বৈঠকে কানসাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেইজি হাবারারের নেতৃত্বে দেশের প্রধান শহরগুলোতে বাই-সাইকেল বীমা চালকদের জন্য বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়।
জিজি প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাইকেল আরোহী ও পথচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই হাজার ৭৪৯টি।
সাইকেল আরোহী ও পথচারীদের মধ্যে সংঘর্ষে আহত, গুরুতর আহত এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৬০ শতাংশের বীমা করা ছিল; যারা নিশ্চিন্তে ছিলেন।