লাইফ বীমার আওতায় ২৫% ভারতীয়
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ৭৫ শতাংশ (৯৮৮ মিলিয়নের বেশি) মানুষের কোনো লাইফ বীমা পলিসি নেই। একজন ভারতীয় আর্থিক বিপর্যয় থেকে পরিবারকে সুরক্ষার জন্য আয়ের মাত্র ৮ শতাংশ নিশ্চিত করে। দেশটির সরকারি তথ্য ও বীমা শিল্পের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়াস্পেন্ড।
বীমা সেক্টরে পলিসিহোল্ডারদের অপর্যাপ্ততার জন্য দায়ী মূলত অসংগঠিত অফিস ও অসচেতন কর্মী। অনেকে যারা বিপজ্জনক পরিবেশে কাজ করেন তারাও আর্থিক কিংবা লাইফের ঝুঁকি নিয়ে চিন্তিত নন। তাছাড়া বীমা পলিসির অভাবে অনেকেই বৃদ্ধ বয়সে কোনো সুফল পান না।
অন্যদিকে ভারতে অসংগঠিত কর্মক্ষেত্রে ৮২ শতাংশ কর্মীর বীমা পলিসি না থাকায় তাদের পরিবার আর্থিক ঝুঁকির কবলে পড়ে।
আইআরডিএ’র প্রকাশিত ভারতীয় বীমা পরিসংখ্যান (২০১৬-১৭) এর তথ্য অনুযায়ী, ভারতে মাত্র ২৫ শতাংশ নাগরিক লাইফ বীমার আওতায় রয়েছে। ২০১৭ সালে দেশটিতে লাইফ বীমা পলিসির সংখ্যা ছিল ৩২৮ মিলিয়ন।