একদিনের মধ্যেই মৃত্যুদাবি নিষ্পত্তি করছে ম্যাক্স লাইফ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নেতৃত্বস্থানীয় বেসরকারি বীমা কোম্পানি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের মৃত্যুদাবির টাকা একদিনের মধ্যে নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে। এজন্য লাইফ পলিসির মেয়াদ তিন বছরের বেশি হতে হবে।

কোম্পানিটি জানায়, ইন্সটাক্লেইম’র মাধ্যমে মৃত্যুদাবির যাবতীয় অর্থ (৫০ লাখ রুপির মধ্যে) পেতে বাধ্যতামূলকভাবে সব প্রমাণাদি উপস্থাপন করতে হবে।

ম্যাক্স লাইফের পরিচালক মানিক নানজিয়া বলেন, মৃত্যুদাবির টাকা দ্রুত ও সহজে প্রদান করতে আমরা ইন্সটাক্লেইম সেবা চালু করেছি। এই সেবার মাধ্যমে গ্রাহকের পরিবার সুরক্ষিত থাকবে এবং বীমা পলিসি গ্রহণে উদ্বুদ্ধ হবে।

আইআরডিএ বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ম্যাক্স লাইফের দাবি নিষ্পত্তির অনুপাত বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটির দাবি পরিশোধের হার ৯৭.৮১% থেকে ৯৮.২৬% দাঁড়িয়েছে। একই অর্থবছরে কোম্পানিটি ১০ হাজার ৩৩২টি মৃত্যু দাবি গ্রহণ করে; যারমধ্যে ১০ হাজার ১৫২টি দাবি পরিশোধ করা হয়। বাকি ১৭৮টি মৃত্যু দাবি বাতিল বলে গণ্য হয়।