ভিয়েতনামে প্রিমিয়াম আয় বেড়েছে ৩০%
আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের বীমা পর্যবেক্ষণ কর্তৃপক্ষের মতে, দেশটির বীমা শিল্পে ২০১৮ সালে ৫.৭৬ বিলিয়ন ডলার প্রিমিয়াম রাজস্ব সংগ্রহ হয়েছে। এরমধ্যে নন-লাইফে প্রিমিয়াম অর্জিত হয়েছে ১.৯৬ বিলিয়ন ডলার এবং লাইফ বীমায় অর্জিত হয়েছে ৩.৮৭ বিলিয়ন ডলার।
দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান বীমা বাজারের গতিশীলতা বজায় রাখতে গেল বছর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিয়েতনাম। দেশটির সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে দেশটিতে প্রিমিয়াম সংগ্রহ ৩০ শতাংশ বেড়েছে।
ভিয়েতনামের বীমা পর্যবেক্ষণ কর্তৃপক্ষ বলছে, অর্থ মন্ত্রণালয় এ বছর বীমা বাজারে স্বচ্ছতা, নিরাপত্তা ও দক্ষতা বাড়ানোর জন্য বীমা আইন সংশোধন করবে। এটি আন্তর্জাতিক মানের বীমা কার্যক্রম পরিচালনা এবং জনগণের সব ধরনের বীমা চাহিদা মেটাবে।
বর্তমানে ভিয়েতনামে ৬৪টি বীমা কোম্পানি রয়েছে। এরমধ্যে ৩০টি নন-লাইফ বীমা, ১৮টি লাইফ বীমা, ২টি পুর্নবীমা সংস্থা ও ১৪টি বীমা মধ্যস্থতাকারী কোম্পানি রয়েছে। এছাড়া একটি বিদেশি সাধারণ বীমা কোম্পানির প্রতিনিধি শাখা আছে।