মিশরের বীমাখাতের চিত্র পাল্টাতে আইএফই'র ৮ প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে বীমা শিল্পের উন্নয়ন ঘটাতে দেশটির ইন্স্যুরেন্স ফেডারেশন (আইএফই) বেশ কিছু পরামর্শ দিয়েছে। সংগঠনটি ধারণা করছে, বীমাকারীরা সেসব পরামর্শ মেনে চললে ২০৩০ সালের মধ্যে এ খাতের চিত্রই পাল্টে যাবে।
আইএফই’র প্রস্তাবনাগুলো হলো-
* কোম্পানিগুলোকে প্রযুক্তিগত ভাবে সমৃদ্ধ হতে হবে।
* তথ্যবহুল কাজের পরিবেশ তৈরি করতে হবে।
* ব্যবসায়িক কৌশল উন্নয়ন ও বাস্তবায়ন করতে হবে।
* সম্ভাব্য সকল প্রকার তথ্য সংরক্ষণ রাখতে হবে।
* কোম্পানি ও চাকরিজীবীর সক্ষমতা বাড়াতে হবে।
* ব্যবসার মডেল ও পণ্যের মানের উন্নয়ন ঘটাতে হবে।
* কোম্পানির প্রশাসনিক গঠনে পরিবর্তন আনতে হবে।
* কোম্পানির প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করতে হবে।
তাছাড়া বীমা শিল্পের উন্নয়ন ঘটাতে কোম্পানিগুলো গুণসম্পন্ন ও দক্ষ কর্মীর কোনো বিকল্প নেই। কর্মীর কৌশল, সৃষ্টিশীলতা এবং স্পৃহা একটি কোম্পানির ইতিবাচক পরিবর্তন আনতে পারে।