বীমা উন্নয়নে তৎপর মিশর

আন্তর্জাতিক ডেস্ক: বীমা শিল্পের উন্নয়ন ঘটাতে তৎপর হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মিশর। দেশটি বীমার নতুন প্রোডাক্ট চালু, বাধ্যতামূলক পলিসি গ্রহণ, পেশাগত দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা ও ছাত্র বীমাসহ পুরো বীমাশিল্পের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

আরব মিশর বীমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলা মোহাম্মদ আল জুহরি দেশটির বীমা অগ্রগতির জন্য নতুন আইন প্রণয়ন করা উচিত বলে মনে করেন। তিনি বলেন, বীমার নতুন আইন করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে। ইতিমধ্যে এটির খসড়া চূড়ান্ত হয়েছে। নতুন আইন পাস হলে দেশের অর্থনীতি বীমার অবদান বাড়বে। প্রস্তাবিত আইনে বীমা কোম্পানিগুলোর ন্যূনতম মূলধন বৃদ্ধি এবং আলাদাভাবে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি গঠণসহ নানা বিষয় স্থান পেয়েছে।

আল জুহরি দেশটির শীর্ষ সংবাদমাধ্যমকে বলেন, আমরা বীমা সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করছি। কারণ জনসংখ্যা ও অর্থনীতির সঙ্গে আমাদের প্রিমিয়ামের হার খুবই কম। ২০১৮ সালে মিশরের বীমা বাজারের প্রিমিয়াম সংগ্রহ ১.৫ বিলিয়ন ডলার হয়েছে বলেও জানান তিনি।