প্রবীণ আশ্রয়স্থল তৈরি করছে বীমা কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বৃহত্তম বীমা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম চায়না প্যাসিফিক। কোম্পানিটি দেশের প্রবীণ জনগোষ্ঠীর সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এরইমধ্যে প্রবীণদের জন্য তিনটি সেবামূলক পণ্য চালু করছে। পণ্য তিনটি হলো আরবান এলডারকেয়ার, মাইগ্রেটরি হলিডে ও নার্সিং হোম।

চায়না প্যাসিফিকের প্রধান উদ্দেশ্য হলো ২০২১ সালের মধ্যে দেশটির ইউনান প্রদেশে প্রবীণদের অবসর যাপনের জন্য আশ্রয়স্থল তৈরি করা। সে লক্ষ্য পূরণে কাজ করছে কোম্পানিটি।

চায়না নলেজের প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই, হানজ়ু ও জিয়ামেনের মতো প্রধান শহরের বাইরে বিনোয়োগে আগ্রহী চায়না প্যাসিফিক। কোম্পানিটি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ছয়টি প্রবীণ আশ্রয়স্থলের অ্যাপার্টমেন্ট ও বেডের সংখ্যা বাড়াবে। যেখানে প্রবীণরা বীমার আওতায় নার্সিং সেবা পাবে।

চায়না প্যাসিফিক ছাড়াও দেশটিতে চায়না লাইফ, পিং এন ইন্স্যুরেন্সও প্রবীণদের অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে চীনে ৬০ বয়সোর্ধ্ব মানুষের সংখ্যা ৩০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে।