পুনেতে বীমার কাগজ না থাকায় ৯৪ বাস কোম্পানিকে জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পুনেতে ৯৪টি পরিবহন কোম্পানিকে জরিমানা করা হয়েছে। পুনের আঞ্চলিক পরিবহন অফিস (আরপিও) কোম্পানিগুলোর বিলাসবহুল বাসের বীমা কাগজপত্র, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স রশিদ না থাকায় এ জরিমানা করে।
এ বিষয়ে আরপিও’র কর্মকর্তা সঞ্জয় রাউত বলেন, গত ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি শহরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চারদিনের ওই অভিযানে পরিবহন কোম্পানিগুলোর বাসগুলো পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণকালে যেসব বাসের বীমা সংক্রান্ত প্রমাণাদি, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স রসিদ ও দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট পাওয়া যায়নি সেগুলোকে জরিমানা করা হয়েছে।
আরেক কর্মকর্তা চন্দ্রশেখর শোভন বলেন, বিশেষ ওই অভিযানকালে আমার ১৪ লাখ রুপি জরিমানা সংগ্রহ করেছি। এটি সত্যিই অবাক করার বিষয়। এছাড়া ট্রাফিক আইন অমান্য করে বেপড়োয়া গাড়ি চালনার দায়ে ৭৪ চালককে ধরা হয়েছে।
চারটি দলে বিভক্ত হয়ে পুনের আঞ্চলিক পরিবহন অফিস এ অভিযান পরিচালনা করে। সেসময় বিভিন্ন ভ্রমণ কোম্পানির ২৪৫টি বাসকে জরিমানা করা হয়। (হিন্দুস্তান টাইমস)