প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধিতে এগিয়ে চীনের নন-লাইফ
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৮ সালে চীনে বীমা কোম্পানিগুলো আর্থিক ঝুঁকি নিরসনে দৃঢ় ছিল। সে বছর দেশটির নন-লাইফে বীমাখাতে ১১.৫২ শতাংশ প্রিমিয়াম আয় বৃদ্ধি পায় এবং লাইফ বীমাখাতে বৃদ্ধি পায় ০.৮৬ শতাংশ।
চায়না ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স রেগুলোটরি কমিশনের (সিবিআইআরসি) তথ্য অনুসারে, গেল বছর চীনে নন-লাইফ বীমাখাতে ১.২ ট্রিলিয়ন প্রিমিয়াম অর্জিত হয় এবং লাইফ বীমাখাতে অর্জিত হয় ২.৬ ট্রিলিয়ন ইউয়ান।
সিবিআইআরসি মতে, ২০১৮ সালে চীনের বীমা শিল্পে প্রিমিয়াম অর্জিত হয়েছে মোট ৩.৮ ট্রিলিয়ন ইউয়ান। যা ২০১৭ সালের তুলনায় ৩.৯২ শতাংশ বৃদ্ধি পায়।
সিবিআইআরসি'র প্রতিবেদনে বলা হয়েছে, বীমাকারীদের প্রিমিয়াম সংগ্রহ তুলনামূলকভাবে বাড়ছে। পিং এন ইন্স্যুরেন্স ও চায়না লাইফ ইন্স্যুরেন্সসহ চীনের প্রধান পাঁচটি বীমা কোম্পানির ১০.৮ শতাংশ প্রিমিয়াম আয় বেড়েছে। যা বাজারে মোট প্রিমিয়ামের ৬০ শতাংশ প্রতিনিধিত্ব করছে।
বিশ্লেষকদের মতে, দেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, বীমা পণ্যের দুর্বল নীতির উপর কঠোর নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলো প্রিমিয়াম বাড়াতে সাহায্য করছে।