মোটরগাড়ি বীমা অভিযানে ২২৯৪টি গাড়ি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে গাড়ির বৈধ বীমা কাগজপত্র না থাকায় দুই হাজার ২৯৪টি গাড়ি জব্দ করেছে পুলিশ। চালকরা মোটর বীমা ছাড়াই সড়কে গাড়ি চালালে গাড়িগুলো জব্দ করা হয়।

যুক্তরাজ্যে পুলিশেরা গাড়ির বৈধ কাগজপত্র না পেলেই গাড়ি জব্দ করে। বৈধ কাগজপত্র না দেখানো পর্যন্ত তারা গাড়ি খালাশ করে না। এমনকি বীমার কাগজপত্র না পেলেও তারা বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকে।

আটককৃত গাড়িগুলোর পাশাপাশি চার হাজার ৫০৯টি বীমা সংক্রান্ত মামলা করা হয়েছে। বিট্রেনের সংবাদমাধ্যম এক্সপ্রেস ডট ইউকের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

ইনস্টিটিউট অব অ্যাডভান্সড মোটরিস্টের পুলিশ ও গবেষণা পরিচালক নীল গ্রেগ বলেন, বৈধ কাগজহীন গাড়ির সংখ্যা কমা উচিত। আমরা এজন্য অভিযান পরিচালনা করছি এবং তথ্যসংগ্রহ করছি। চালকরাও বোঝেন যে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালনা বেআইনি। কিন্তু এখনও এই অপরাধকে ছোট করেই দেখা হচ্ছে।

তিনি বলেন, গাড়ির বীমা করার বিষয়ে আমরা সকলকে নৈতিকভাবে সচেতন করছি। যারা বীমা ছাড়াই গাড়ি চালাতে পছন্দ করে তারা কেউ আইনের উর্ধ্বে নয়। তাদের দায়িত্বহীন আচরণ সহ্য করা হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।