১ টাকা প্রিমিয়ামে ১০ লাখ টাকার বীমা সুবিধা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ট্রেনে ভ্রমণ করলে পাওয়া যেতে পারে বীমার ১০ লাখ টাকা। ভারতের রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা দিতে এ সুবিধা দিচ্ছে।
রেল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাত্র ১ টাকার প্রিমিয়ামে মিলবে ১০ লাখ টাকার বীমার বিশেষ সুবিধা। শুধুমাত্র কনফার্ম টিকিট ও আরএসি টিকিটের ক্ষেত্রে। প্রকল্পটি প্রাথমিকভাবে পাইলট প্রজেক্টের মধ্যে শুরু হয়েছে ।
প্রকল্পের নিয়ম অনুযায়ী, ট্রেনে যাত্রাকালে মৃত্যু ও পঙ্গুত্বের ঘটনা ঘটলে ১০ লাখ টাকা পাওয়া যাবে। স্থায়ী বা আংশিক বিকলাঙ্গ হলে সাড়ে সাত লাখ টাকা মিলবে। এছাড়া চোট কিংবা আঘাতপ্রাপ্ত হলে দুই লাখ টাকা চিকিৎসা খরচ হিসেবে পাওয়া যাবে।
তবে বীমার নিয়ম অনুযায়ী যাত্রীদের ই-টিকিট বুক করতে হবে। এছাড়া ট্রেন যাত্রায় যদি কেউ মারা যায় তাহলে তার প্রাপ্য অর্থ চার মাসের মধ্যে তার নমিনীকে প্রদান করা হবে।